সংসারের দায়িত্ব এখন তাদের কাঁধে

বিশ্বজুড়ে লকডাউনের এই মুহূর্তে নদিয়া, মুর্শিদাবাদ, মালদা সহ গোটা রাজ্যের গ্রামগুলোর প্রায় দেড় থেকে দুই লাখ শ্রমিক ভিন রাজ্যে আটকে আছেন। লকডাউনে তাঁরা কেউ ঘরে ফিরতে পারেন নি। সংসারের যাবতীয় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন বউরা, বাড়ির মহিলারা।

by সাইদুর রহমান | 14 May, 2020 | 833 | Tags : lockdown migrant labour international labour organisation women laborur covid19